রাতারাতি সব পাল্টে ফেলা সম্ভব নয়: সেতুমন্ত্রী
‘রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়। একটু ধৈর্য্য ধরুন। পরিবর্তন হতে কিছুটা সময় তো লাগবে। মেট্রোরেল সার্ভিস ও ঢাকা বাইপাস সড়ক হয়ে গেলে রাজধানীতে যানজট কমবে, মানুষের দুর্ভোগও কমে আসবে। সব সিএনজি অটোরিকশাও মিটারে চলবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা এলাকায় অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি নিজেই বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে দেখছি, অতিরিক্ত ভাড়ার হয়রানি অনেকাংশে কমে এসেছে। সিএনজি অটোরিকশাও মিটারে চলছে। তবে সবকিছু এখনি একশভাগ হয়েছে আমি দাবি করবো না।’
এ সময় মন্ত্রী অবৈধ যানবাহন ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
ঢাকা বাইপাস হলে ঢাকা শহর যানজটমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খুব দ্রুত ঢাকা বাইপাসের কাজ শুরু হবে। জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৩কিলোমিটার সড়ক হবে। এটি পিপিপি পর্যায়ে রয়েছে।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ প্রমুখ।
অভিযান পরিদর্শনকালে মন্ত্রী নিজেই হানা দেন বেশ কয়েকটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশায়। কথা বলেন যাত্রীদের সঙ্গে। এ সময় তিনি গাড়ির কাগজপত্র নিজেই যাচাই করেন। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা জানতে চাইলে যাত্রীরা বলেন না। সন্তোষজনক জবাব পেয়ে তিনি গাড়িগুলো ছেড়েও দেন।
ভ্রাম্যমাণ আদালত শনিবার প্রেসক্লাবের কদম ফোয়ারায় সকাল সাড়ে ১০টা থেকে অভিযান চালিয়ে ২৫টি মামলা দায়ের এবং নানা অভিযোগে তাৎক্ষণিক ৩০হাজার টাকা আদায় করে। ৫টি গাড়ি ডাম্পিং ও ৫টি গাড়ি জব্দ করা হয়। বিআরটিএর মিরপুর অফিসের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, রুট পারমিট নেই, মিটারে চলছে না, ভুয়া ড্রাইভিং লাইসেন্স, একরুটের গাড়ি অন্যরুটে চালানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এসব মামলা ও জরিমানা আদায় করে।
জানা গেছে, ১ নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিআরটিএ ৫ হাজার ৪৭টি মামলা দায়ের ও ২৯৩ জনকে কারাদণ্ড দেয়। ৭৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ৮২৫টি গাড়ি ডাম্পিং-এ পাঠায়।
বিআরটিএ শনিবার প্রেসক্লাবের সামনে কদমফোয়ারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি যাত্রী ও চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন