রাতের খাবার খেয়ে পরিবারের সাতজন অচেতন
মাগুরা সদর উপজেলার গোপাল গ্রাম ইউনিয়নের পথের হাট গ্রামের সন্তোষ বিশ্বাসের পরিবারের সাত সদস্য রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।
প্রতিবেশীদের সহায়তায় গতকাল বুধবার দিবাগত রাতে সাতজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সন্তোষ বিশ্বাসের মা শান্তি বিশ্বাস জানান, ঘটনার দিন সন্ধ্যায় তিনি পূজা দিতে পাশের মন্দিরে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে পরিবারের সব সদস্যকে অচেতন অবস্থায় দেখতে পান।
প্রতিবেশীদের সহায়তায় রাত ৩টার দিকে সন্তোষ বিশ্বাস (৭৫), সমীর বিশ্বাস (৫০), সঞ্জয় বিশ্বাস (৪২), সমিত বিশ্বাস (৩৮), সজিব বিশ্বাস (১৫), সঞ্জিৎ বিশ্বাস (৪০), স্বপ্না বিশ্বাস (৩৫), সাথী বিশ্বাসকে (৭) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কতর্ব্যরত চিকিৎসক রোকনুজ্জামান জানান, তাদের অবস্থা বর্তমানে ভালো। সবার জ্ঞান ফিরে এসেছে। তাদের বরাত দিয়ে চিকিৎসক জানান, রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে তাদের অচেতন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!
মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন
মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন
মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩
মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন