রাতে কোপা মিশনে নামবে ফেভারিট ব্রাজিল
পেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকা মিশন শুরু করছে ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ “সি”র প্রথম ম্যাচেই পেরুকে বিধ্বস্ত করে নিজেদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত সেলেসাওরা। তবে, কোন অংশে ছাড় দিতে রাজি নয় পেরুও। চিলির স্তাদিও মিউনিসিপ্যাল বিসেন্তেনারিওতে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায়।
২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনাল। আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। সেবার দুঙ্গার কোচিংয়ে নতুন সামববার ছন্দ দেখে ফুটবল বিশ্ব। অস্টমবারের মত ব্রাজিলিয়ানরা ঘরে তুলে ল্যাতিন আমেরিকা অঞ্চলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা।
কিন্তু পরের আসরে ২০১১ সালে দুঙ্গাকে সরিয়ে মানো মেনেজেসকে দায়িত্ব দেয় ব্রাজিল। তবে ব্যর্থ হয় কোপার শিরোপা অর্জন করতে। সেই ধারাবাহিকতায় স্কোলারীর ব্রাজিল এবারের বিশ্বকাপেও ছিলো শ্রীহীন। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশন আবারো দায়িত্ব দেন দুঙ্গাকে। আর বিশ্বকাপজয়ী এ অধিনায়কের ছোঁয়ায় বদলে যায় সাম্বার ছন্দ। টানা ১০ ম্যাচ জয় নিয়ে আবারো কোপা আমেরিকার লড়াইয়ে মাঠে নামছে সেলেসাওরা।
যাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য অনুপ্রেরণার বড় নাম অধিনায়ক নেইমার। পারফর্মেন্সের তুঙ্গে থাকা নেইমার ম্যাজিকে ক্লাব বার্সেলোনা জিতে ট্রেবল। এছাড়া দুঙ্গার আক্রমণভাগে আছে দিয়াগো টারতেল্লি,রবার্তো ফারমিনো ও ফ্রেড। সাম্বা ভক্তদের জন্য সুখবর দলে নেই ইনজুরি। আর গোলরক্ষক জেফারসনও আছে দারুণ ছন্দে। গোলপোস্টের নিচে দুঙ্গার বেশ আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি। সঙ্গে দানি আলভেজ,ডেভিড লুইজ ও উইলিয়ানরাও ব্রাজিলকে স্বপ্ন দেখাচ্ছেন নবম কোপা আমেরিকার শিরোপার।
অন্যদিকে, ব্রাজিলিয়ানদের স্বপ্নে প্রথম ধাক্কাটা দিতে প্রস্তুত দুই বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন পেরু। তবে, ফুটবলীয় লড়াইয়ে সাম্বার নাচ থামাতে খানিকটা চ্যালেঞ্জে পড়তে হবে ফিফা র্যাঙ্কিংয়ের ৬১ নম্বর দেশটিকে। তা ভালই জানেন কোচ রিকার্ডো গার্সিয়া। তবে, ড্যানিয়েল চাভেজ, রাউল রুইডিয়াসরা ও বায়ার্ন ফরোয়ার্ড ক্লদিও পিজ্জারো কোচকে স্বস্তি দিতে পারেন। এছাড়া শেষ প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড্রও পেরুর অনুপ্রেরণা নাম।
বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন ভেঙেছে সেলেকাওদের। তাই ফিফা র্যাংঙ্কিংয়ের ৫ থাকা নেইমারের ব্রাজিল মহাদেশীয় সেরা হবার লড়াইটা কিভাবে শুরু করে তা দেখতে ভক্তদের রাত জাগতেই হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন