রাতে টিভিতে দেখা যাবে ওবামার সেই অভিযান

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভালুকের মুখের উচ্ছিষ্ট খেয়েছিলেন, সেকথা মনে আছে? হ্যা, বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে নেমে যা খেয়েছিলেন ওবামা?
আজ বৃহস্পতিবার রাতে দেখা যাবে সেই অভিযানের কাহিনী। এতে দেখা যাবে, আলাস্কায় তিনদিন প্রকৃতির সাথে লড়াই করে টিকে থেকেছেন ওবামা। আর তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন গ্রিলস।
জিনিউজের তথ্য অনুযায়ী, আজ ভারতীয় সময় রাত ১০টার অনুষ্ঠানটি প্রচারিত হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা।
এ পর্বটি দুই ঘণ্টার হওয়ার কথা। এতে গ্রিলসকে সঙ্গে নিয়ে খাদ্য আর বাসস্থানের জন্য লড়াই চালিয়ে গেছেন বারাক ওবামা।
তবে অভিযানে ছিলেন বলে নিরাপত্তা যে একেবারেই ছিল না, তা নয়। মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে ব্যাপক নিরাপত্তাই ছিল। ক্যামেরায় তা ধরা পড়েনি। সৈন্যরা শুধু নিরাপত্তা দিয়েছেন, ওবামাকে কোনো ধরনের খাবার বা পানীয় দিতে পারেননি।
স্যাটেলাইন টেলিভিশন চ্যানেলের কারণে ব্রিটিশ নাগরিক বিয়ার গ্রিলসের অভিযান ও খাবার-দাবার নিয়ে কাণ্ডকীর্তি বাংলাদেশের দর্শকদেরও নজর কেড়েছে। ডিসকাভারি চ্যানেলে ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ অনুষ্ঠানটির জন্য তিনি ব্যাপক পরিচিত। এতে দেখা যায়, বিয়ার গ্রিলস অভিযানে বের হন। আর বেঁচে থাকার তাগিদে বিভিন্ন কিছু কাঁচা-পাকা খেয়ে ফেলেন এবং এসবের স্বাদ কেমন তা দর্শকদের জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন