রাতে ঢাকা ছাড়ছেন মাশরাফিরা

চ্যাম্পিয়নস ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ সামনে রখে বুধবার(২৬ এপ্রিল) রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১টায় এমিরেটেস এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন মাশরাফি-মুশফিকরা।
ইংল্যান্ড পৌঁছে মূলত সাসেক্সে দশ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে টিম বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় খেলতে যাবে তারা। সেখানে স্বাগতিক দলের সঙ্গে বাংলাদেশ ছাড়ও অংশ নেবে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আবারও ইংল্যান্ডে ফিরে আসবেন মাশরাফিরা।
উল্লেখ্য, ২০০৬ সালের পর প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। ১, ৫ ও ৯ জুন বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ভালো করতে পারলে বাংলাদেশ সরাসরি সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবে। ম্যাচ দুটি হবে ২৭ ও ৩০ মে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন