রাতে মুখোমুখি ধোনি-রোহিত
আইপিএলের নবম আসরের পর্দা উঠবে আজ। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন গতবারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স ও এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। দুইবারই দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। ২০১৩ ও ২০১৫ সালের আসরে শিরোপা ঘরে তুলে মুম্বাই।
অন্যদিকে, ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস গত আট আসরে ফাইনাল খেলেছে ছয়বার। এর মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয় চেন্নাই। ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার কারণে এবার ও আগামী আসরের জন্য চেন্নাইকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে, এবার নতুন দলের হয়ে মাঠে লড়বেন মহেন্দ্র সিং ধোনি।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): লেন্ডল সিমন্স, রোহিত শর্মা (অধিনায়ক), উন্মুক্ত চাদ, আম্বাতি রায়ডু, জস বাটলার (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, হার্দিক পান্ডে, হরবজন সিং, জগদীশা সুচিথ/ক্রনাল পান্ডে/কিশোর কামাথ, জ্যাসপ্রীত বুমরা, মিচেল ম্যাকক্লেনাঘান।
রাইজিং পুনে সুপারজায়ান্টস একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে, কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), মিচেল মার্শ, রবীচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান/অশোক দিন্দা, ইশান্ত শর্মা, ইশ্বর পান্ডে, মুরুগান অশ্বিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন