রানবিরের বাবা ক্যাটরিনার সম্পর্কে যা বললেন!

ক্যাটরিনা কাইফের নিজের সম্পর্কের কথা এখন ভালোভাবেই জাহির করছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের ছেলে রানবির কাপুর। রানবিরের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেম চলছে সাত বছর ধরে, একই ছাদের নিচে বসবাসও করছেন এই জুটি। কিন্তু ক্যাটকে কি এখনও মেনে নিতে পারেননি ঋষি?
চাছাছোলা মন্তব্য করে শিরোনাম হওয়া রাজ কাপুর তনয়ের পুরোনো স্বভাব। এবার বললেন, তার ছেলের সঙ্গে প্রেম করলেও তাকে ‘পাপা’ বলার সাহস কখনো হবে না ক্যাটের।
হিন্দুস্তান টাইমসকে ঋষি বলেন, “একটি পত্রিকা দাবি করছে ক্যাটরিনা আমাকে ‘পাপা’ সম্বোধন করা শুরু করেছে। এসব ফালতু কথা। তার কখনো এতো সাহস হবে না।”
তিনি আরো বলেন, “আমাকে কেন বারবার আমার ছেলের ব্যক্তিগত জীবনের মধ্যে টেনে আনা হয়? আমি এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি। আমি যতদূর দেখেছি, ক্যাটরিনা সব সময় ভদ্রতা বজায় রেখেছে। আমি তার সঙ্গে ‘নামাস্তে লন্ডন’-এ কাজ করেছি।”
রানবিরের মা নিতুর সঙ্গে ক্যাটরিনার দূরত্ব অনেকদিন ধরেই গণমাধ্যমের চর্চার বিষয় হয়ে আছে। এবার এই খাতায় নাম লেখালেন রানবিরের বাবাও।
গত বছর শশি কাপুর আয়োজিত বড়দিনের পার্টিতে কাপুর পরিবারের সবার সঙ্গে অংশ নিয়েছিলেন ক্যাটরিনাও, কিন্তু ছিলেন না নিতু। তখন গুঞ্জন ওঠে, ক্যাটের জন্যেই নিতু সেদিন যাননি।
এর আগে ক্যাট নিজেই স্বীকার করেন, অনেক চেষ্টা করেও রানবিরের বাবা-মায়ের সঙ্গে দূরত্ব কমাতে পারছেন না তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন