রানা প্লাজার শিক্ষা কয়েক বছরেই ভুলতে বসেছি

পেরিয়ে গেলো রানা প্লাজা ট্র্যাজেডির চার বছর। এই চার বছরেও এত বড় দুর্ঘটনার জন্যও শাস্তি পায়নি ঘটনার সঙ্গে জড়িতরা।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রানা প্লাজা’ একটি কলংকিত ও শোকের অধ্যায় হলেও এর ভেতর আমাদের জন্য অনেক শিক্ষা ছিল, যা কয়েক বছরেই ভুলতে বসেছি আমরা। ওই ট্রাজেডি কেন ঘটেছিল? ভবন নির্মাণে ত্রুটির কারণে না কি রানা নামের এক উদাসীন অর্থলোভীর খামখেয়ালিপনায়? প্রচলিত আইনে রানাকে সহস্রাধিক মানুষ হত্যার দায়ে দণ্ডিত করা যাচ্ছে না কেন? রানা প্লাজার স্মৃতিকে জাতির সামনে জাগরুক রাখতে কার্যত কিছুই করেনি আমাদের সরকার। শ্রমিক সংগঠনগুলোরও চরম ব্যর্থতা রয়েছে। বুর্জোয়া গণতান্ত্রিক সমাজে তারা জঘন্য কায়েমি স্বার্থে নিয়োজিত।
এরপরে ফেসবুক পোস্টে আদিত্য শাহীন আরো লিখেছেন, বিশ্ববাসী আমেরিকার হে মার্কেটের সামান্য ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মে দিবস পালন করে। অথচ একসঙ্গে এত শ্রমিকের এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞ বা প্রাণ বিসর্জন নিয়ে বিশ্ব দরবারে শ্রমিক স্বার্থকে সামনে আনার কোনো শ্লোগান আমরা তুলতে পারিনি। মিডিয়া যতটুকু করছে তার মধ্যে অংশ নিয়েই তৃপ্তির ঢেঁকুর তুলছি সবাই। এমন রাজনৈতিক দেউলিয়াপনা আর হয় না।
সবশেষে তিনি লিখেছেন, রানা প্লাজার নির্মম ঘটনার শিকার প্রতিটি মানুষের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সে সঙ্গে গরীব মেহনতি মানুষের সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় মনে রেখে বলছি প্রতিটি প্রাণের শক্তি, অধিকার আর আইনী স্বার্থ এক। মহান সৃষ্টিকর্তা কখনো তা থেকে বঞ্চিত করবেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন