রানা প্লাজার ৪২ শতাংশ শ্রমিক এখনও বেকার

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় ৪২ দশমিক ২ শতাংশ এখনও বেকার। তাদের মধ্যে ৪৮ শতাংশ শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে দুর্বল বলে এক গবেষণায় উঠে এসেছে।
২২ এপ্রিল শনিবার ব্রাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয়: রানা প্লাজা’ শীর্ষক এক জরিপে এ সব তথ্য উপস্থাপন করা হয়। ১৪০৩ আহত শ্রমিক ও ৬০৭ জন মৃত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড।
মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, ‘যেসব বিদেশি সংস্থা সহায়তার কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেসব প্রোগ্রামের বিষয়ে খোঁজ রাখতে হবে। সেগুলোর কি অবস্থায় রয়েছে, তা জানতে হবে। আহত শ্রমিকদের আর্থিক সাহায্য করা হলেও, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আহত শ্রমিকদের টাকা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। যার ফলে সেই টাকা আর কাজে আসেনি। তাদের গড়ে সাড়ে তিন হাজার টাকা মাসে শুধু চিকিৎসায় খরচ হচ্ছে। সবাইকে একটি জায়গায় এসে কাজ করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন