রানের পাহাড়ে হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার একাই ঝড় তুলে দিয়ে গেলেন। আর কারও এখানে রান না করলেও চলতো। তবুও অন্যরা তার সঙ্গে মিলে কেকেআর বোলারদের ওপর ঝড়ের বেগ ধরে রেখেছিলেন। ৫৯ বলে ওয়ার্নারের ১২৬ রান, কেন উইলিয়ামসনের ২৫ বলে ৪০ রানের ওপর ভর করে গৌতম গম্ভীরদের সামনে ২১০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার জন্য ওয়ার্নারকে আমন্ত্রণ জানান গৌতম গম্ভীর। ব্যাট করতে নেমে রীতিমত টর্নেডো বইয়ে দিতে শুরু করেন ডেভিড ওয়ার্নার। ২০ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ৪৩ বলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৯ বল খেলে করেন ১২৬ রান। ১০টি বাউন্ডারির সঙ্গে মারেন ৮টি ছক্কার মার।
শিখর ধাওয়ানকে নিয়ে গড়েছিলেন ১৩৯ রানের জুটি। ৩০ বলে ২৯ রান করে এ সময় আউট হন ধাওয়ান। ১৭১ রানের মাথায় আউট হন ওয়ার্নার। ইনিংসের শেষ বলে আউট হন উইলিয়ামসন। ৫টি বাউন্ডারির সাহায্যে উইলিয়ামসন করেন ২৫ বলে ৪০ রান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০৯ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন