‘রান আউটটা মিস না হলে আরও ভালো জায়গায় থাকতাম’
মুরালি বিজয় তখন ব্যাট করছিলেন ৩৫ রান নিয়ে। হায়দরাবাদের এই মাঠেই তিন বছর আগে সর্বশেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই মুরালি বিজয়কে খুব সহজে রান আউট করার সুযোগ; কিন্তু সম্ভাবত খুব বেশি স্নায়ুর চাপে ভোগা মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হলেন রানআউট করতে। কামরুল ইসলাম রাব্বি ঠিকই থ্রো করেছিলেন; কিন্তু মিরাজ স্ট্যাম্পের সামনে। তার হাতে বল লেগে চলে গেলো বাইরে।
ওই সময় বিজয়ের রান ৩৫। দলীয় রান ৬৬। জুটিটা হয়েছিল মাত্র ৬৪ রানের। শেষ পর্যন্ত মুরালি বিজয় আউট হয়েছেন ১০৮ রান করে। পুজারার সঙ্গে জুটি গড়েছেন ১৭৮ রানের। দলীয় ১৮০ রানের মাথায় পড়ে ভারতের দ্বিতীয় উইকেট। অথচ, ৬৬ রানের মাথায় বিজয় আউট হয়ে গেলে কী হতে পারতো আজ?
এই রান আউটটা হলে নিশ্চিত আরও এগিয়ে থাকতে পারতো বাংলাদেশ। স্বীকার করেন পেসার তাসকিন আহমেদও। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের পেসারের কাছে জানতে চাওয়া হয়, রান আউটটা হলে কী দিনটা অন্যরকম হতে পারতো? তাসকিন বলেন, ‘জি আসলে ওই রান আউটটা হলে তাদের উইকেট তিনটার জায়গায় হয়তো ৫টা কিংবা ৬টা থাকতো। আমরাও আরো ভালো জায়গায় থাকতে পারতাম।’
তবে এ সবকে ম্যাচের অংশই মনে করছেন তাসকিন। এসব ভুলে আগামীকাল কিভাবে ভালো করা যায় সেটাই ভাবতে চান তিনি, ‘আসলে ক্যাচ মিস, রান আউট মিস এগুলো সবই তো খেলার অংশ। এগুলো নিয়ে আর ভেবে লাভ নেই। যেহেতু আজকের দিনটা শেষ হয়ে গেছে। আগামী কাল সকালটা নিয়ে ভাবতে চাই, কিভাবে ভালো শুরু করা যায়। ওটাই আমরা বোলাররা চেষ্টা করবো কিভাবে দলকে ভালো ব্রেক থ্রু এনে দেয়া যায়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন