রাবাদার রেকর্ড ভেঙ্গে শীর্ষে মুসলমান ইমরান তাহির
দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারী পাকিস্তানি বংশোদ্ভূত লগ স্পিনার ইমরান তাহির। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৪৫ রান খরচায় ৭ উইকেট নেয় তাহির। এটিই এখন পর্যন্ত এক ইনিংসে আফ্রিকার বেস্ট বোলিং ফিগারের রেকর্ড।এর আগে সেরা ছিল কাগিসো রাবাদার (৬-১৬)।রাবাদার রেকর্ডটি ছিল বাংলাদেশের সাথে তার অভিষেক ম্যাচে।
প্রথমে ব্যাট করে আমলার সেঞ্চুরিতে আফ্রিকা ৩৪৩ রান করে। টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল।কিন্তু তাহিরের একের পর এক আঘাতে ২০৪ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
তাহির ৭ উইকেট নিয়ে মাত্র ৫৮টি ম্যাচ খেলেন ওয়ানডে-তে ১০০ উইকেট শিকারির ক্লাবে ঢুকে পড়লেন। একশো উইকেটের ক্লাবে তাহির হলেন চতুর্থ দ্রুততম বোলার। সাকলাইন মুশতাক, শেন বন্ড, ব্রেট লি হলেন যথাক্রমে একশোর ক্লাবে দ্রুততম ঢুকে পড়া তিন সদস্য।এছাড়া তাহির প্রথম আফ্রিকান বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন