রাবাদার রেকর্ড ভেঙ্গে শীর্ষে মুসলমান ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার হয়ে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারী পাকিস্তানি বংশোদ্ভূত লগ স্পিনার ইমরান তাহির। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৪৫ রান খরচায় ৭ উইকেট নেয় তাহির। এটিই এখন পর্যন্ত এক ইনিংসে আফ্রিকার বেস্ট বোলিং ফিগারের রেকর্ড।এর আগে সেরা ছিল কাগিসো রাবাদার (৬-১৬)।রাবাদার রেকর্ডটি ছিল বাংলাদেশের সাথে তার অভিষেক ম্যাচে।
প্রথমে ব্যাট করে আমলার সেঞ্চুরিতে আফ্রিকা ৩৪৩ রান করে। টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল।কিন্তু তাহিরের একের পর এক আঘাতে ২০৪ রানেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
তাহির ৭ উইকেট নিয়ে মাত্র ৫৮টি ম্যাচ খেলেন ওয়ানডে-তে ১০০ উইকেট শিকারির ক্লাবে ঢুকে পড়লেন। একশো উইকেটের ক্লাবে তাহির হলেন চতুর্থ দ্রুততম বোলার। সাকলাইন মুশতাক, শেন বন্ড, ব্রেট লি হলেন যথাক্রমে একশোর ক্লাবে দ্রুততম ঢুকে পড়া তিন সদস্য।এছাড়া তাহির প্রথম আফ্রিকান বোলার হিসেবে ১০০ উইকেট শিকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন