তদন্ত কমিটি গঠন, ডিলারশিপ বাতিল
রামগঞ্জে ১০ টাকা কেজিতে চাল বিতরণে প্রতারণার অভিযোগ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজিতে চাল বিতরণে প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার ভাদুর, চণ্ডিপুর ও ইছাপুর ইউনিয়নে ডিলাররা বরাদ্ধকৃত চাল উত্তোলন করলেও হতরিদ্রদের মাঝে তা বিক্রি করেননি। এ নিয়ে ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া গতকাল শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আজ রবিবার দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ও তরিকত ফেডারেশনে মহাসচিব লায়ন আবদুল আওয়াল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সভা হয়। সেখানে চাল উত্তোলন করে আত্মসাৎ ও ওজনে কম দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়। এ সময় আবুল খায়ের পাটোওয়ারী ও হাছান তারেকের ডিলারশিপ বাতিল করা হয়।
এদিকে, চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফকে প্রধান করে তিন সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০টি ইউনিয়নে প্রথম ধাপে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৪২৯ জনের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্ধ দেয় সরকার। ৫ জন ডিলার তাদের বরাদ্ধকৃত চাল উত্তোলন করেন।
এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ বলেন, চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় দুজনের চালের ডিলারশিপ বাতিল করা হয়। এ ঘটনার সাথে জড়িত সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি লায়ন আবদুল আওয়াল বলেন, সরকার হতদরিদ্রের সুবিধার্থে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করছে। এ বিষয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন