রামগোপাল ভার্মার সাইকিয়াট্রিস্ট নায়ক মিঠুন

রামগোপাল ভার্মাকে নতুন করে চিনিয়ে দেয়ার দরকার নেই। নির্মাণের পাশাপাশি উদ্ভট মন্তব্য করে বরাবরই আলোচনায় থাকেন। ভার্মার এরকম অদ্ভুত আচরণে অনেকে ক্ষুব্ধ। তবে নায়ক মিঠুন কিন্তু পুরাদস্তুর পাক্কা অভিনেতা, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তারা এবার একসঙ্গে। কিভাবে? হেড লাইন দেখে চমকে গেলেন!
রামগোপালের মানসিক চিকিৎসক বা সাইকিয়াস্ট্রিস্ট মিঠুন! অবাক হয়ে গেলেন, মিঠুন ভার্মার ব্যক্তিগত না, তার সিনেমায় সাইকিয়াট্রিস্ট হিসেবে অভিনয় করছেন। একের পর এক ‘হরর’ ছবি তৈরি করে বলিউডে এ ধরনের ইমেজই তৈরি করেছেন পরিচালক রামগোপাল ভার্মা।
‘ভূত’, ‘ভূত রিটার্নস’, ‘ডরনা জরুরি হ্যায়’র মতো ছবির পর আবারো একটি ভূতের ছবি তৈরি করতে চলেছেন ভার্মা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। ছবির নাম ‘গেহের’। যেখানে মিঠুন সাইকিয়াট্রিস্টের ভূমিকায় অভিনয় করছেন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মুম্বাইতে শুরু হয়েছে শুটিং। এ ছাড়াও একটি বিশেষ ভূমিকায় রয়েছেন ফ্লোরা সাইনি।
ফ্লোরা জানান, একেবারে অন্য রকমের চরিত্র আমার। রামু স্যার কী চাইছেন সেটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতেন। এই ছবিতে মিঠুন স্যারের পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। উনার সঙ্গে একটাও সিন নেই আমার। কিন্তু শুধু উনার অভিনয় দেখব বলে শুটিং-এ বসে থাকতাম। ছবিতে একেবারে অন্য রকম লুকে দেখা যাবে মকরন্দ দেশপাণ্ডেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন