রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রামপাল নিয়ে কঠোর অবস্থানে সরকার

রামপালে কয়লা বিদ্যুৎ স্থাপনে অনড় অবস্থানে আছে সরকার এছাড়া রামপাল বিরোধী আন্দোলনের দিকেও গভীর নজর রাখছে সরকার। পরিবেশবাদীরা প্রথম থেকেই রামপাল কয়লা বিদ্যুৎ স্থাপনের বিরোধীতা করে আসছেন। দেশের বামপন্থী রাজনৈতিক ও বিশেষজ্ঞরাও নানা ধরনের আন্দোলন করেছেন রামপালের বিরুদ্ধে। সর্বশেষ বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলন করে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে রামপালের পক্ষে সরকারের যুক্তি তুলে ধরেন এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দৃঢ় অবস্থান দেখান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবে, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এ সময় প্রধানমন্ত্রী আন্দোলনকারিদের কঠোর সমালোচনা করেন এবং আন্দোলনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে রামপাল এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য একটি চিঠি গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেপিআই অন্তর্ভূক্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। যেন কেউ অনুমতি ছাড়া ওই এলাকায় ঢুকতে না পারে বা কোনো হামলা করতে না পারে সে জন্য সব ধরনের সতর্কতামূল ব্যবস্থা নেয়া হয় এসব স্থাপনায়। পুলিশ, বিজিবি এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকেও যেন নিরাপত্তা পাওয়া যায়, সে ব্যবস্থাও করা থাকে এসব স্থাপনায়।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৯৭ সালে তৎকালীন সরকার কেপিআই নীতিমালা প্রণয়ন করে। চলতি বছরের প্রথমদিকে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও শুরু করলে নীতিমালা প্রণয়নের ১৫ বছর পর কেপিআই নিরাপত্তা নীতিমালার প্রয়োগ শুরু হয়।সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর কানসাটসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেয়ায় বিদ্যুৎ খাতের স্থাপনা, অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সরবরাহ কেন্দ্র এবং সঞ্চালন লাইনগুলো নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

রামপালের পাশাপাশি কক্সবাজারে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র্র এবং পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রকেও কেপিআই অন্তর্ভূক্ত করার কথা বলা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের ওই চিঠিতে।

বাগেরহাটের রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরুর অপেক্ষায় আছে। এরই মধ্যে মাটি ভরাট হয়ে বিভিন্ন স্থাপনা তৈরি কাজ শুরু হয়ে গেছে।

তবে বামপন্থি বিভিন্ন সংগঠন এই বিদ্যুৎকেন্দ্রকে সুন্দরবনের জন্য ক্ষতিকর দাবি করে এটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন। তিনিও দাবি করেছেন এই কেন্দ্রটি সুন্দরবন ধ্বংস করে দেবে। ভারতের স্বার্থে সরকার এই বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে বলেও অভিযোগ খালেদা জিয়ার।

তবে সরকার বলে আসছে, পরিবেশ দূষণমুক্ত রাখতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। বিরোধিতাকারীদের সবগুলো যুক্তির জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী।

অবশ্য প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনের আগেই রামপালকে কেপিআইভুক্ত করতে চিঠি দেয়া হয়।

জানতে চাইলে জ্বালানি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাছাড়া তিনি নিজেও ওই মন্ত্রণালয়ের দায়ি্ত্বে আছেন। আমরা আশা করবো দ্রুত এই অনুমোদন পেয়ে যাবো।’

কেপিআই স্থাপনায় কী কী নিরাপত্তা থাকে

কেপিআই এলাকাকে ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করে সাধারণ এলাকা থেকে আলাদা রাখা হয়। সব ঝুঁকিপূর্ণ স্থানে প্রবেশাধিকার সংরক্ষণ ও পাহারার ব্যবস্থা রাখা হয়। কেপিআই স্থাপনায় চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে। সেক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসনকে যাচাই-বাছাইয়ের দায়িত্ব দিতে হবে। কেপিআইভুক্ত স্থাপনায় কর্মরত বিদেশি নাগরিকদের গতিবিধি নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।

বিশেষ শ্রেণির কেপিআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক বিশেষভাবে নিয়োজিত (পিজিআর) নিরাপত্তা বাহিনী নিয়োগ করতে হবে। এছাড়াও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের ইউনিট ন্যূনতম দুই বছরের জন্য নিয়োজিত রাখতে হবে। বিশেষ শ্রেণির কেপিআইয়ের নিরাপত্তার জন্য নিয়োজিত সব সংস্থার সদস্যদের নিয়োগের আগে রেডবুকের বিধি অনুসারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ডিজিএফআই ও এসবির নিরাপত্তা প্রতিপাদন (ভেরিফিকেশন) এবং বিশেষ শ্রেণির কেপিআইতে নিয়োজিতদের অন্তত ছয় মাস পরপর নিরাপত্তা ভেটিং করাতে হবে। নিরাপত্তা নিয়ে গোয়েন্দা সংস্থার অনুমোদিত স্কুল বা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা