সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের স্থান পরিবর্তন সম্ভব নয়’

রামপাল বিদ্যুৎকেন্দ্রের স্থান পরিবর্তনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ঢাকা সফররত বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাংকের পরিবেশ বিষয়ক সিনিয়র পরিচালক পলা সেবালেরো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী প্রথমে বলেন, ‘রামপাল নিয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নই। আমি রামপাল যাচ্ছি। ফিরে এসে এ বিষয়ে কথা বলব। তবে রামপাল নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে ভালো। এতে পরিবেশের তেমন ক্ষতি হবে না।’

তিনি বলেন, ‘কিন্তু এত এত নৌকা আসবে, এত কয়লা আসবে, এই নৌকা আসার ফলেই তো ফ্লোরাসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব থাকবে না।’

‘রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করে এটা অন্য কোথাও করা যায় কিনা— সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ সম্ভাবনা বোধ হয় এখন আর নেই। কিন্তু কোথায় করা যায়?’

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকার দেশের পশ্চিম উপকূলীয় স্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মহেশখালী ও কুতুবদিয়া কিংবা পটুয়াখালী, ভোলা ও খুলনার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কথা ভাবছে সরকার।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘দেশে আর গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার সুযোগ নেই এটা আমরা বুঝেছি। সে জন্য আগামীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রই নির্মাণ করা হবে।’

বিশ্বব্যাংক প্রতিনিধির সঙ্গে বৈঠকে সুন্দরবন নিয়ে কোনো কথা হয়েছে কিনা— জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সুন্দরবন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ম্যানগ্রোভ ফরেস্ট ও কোস্টাল ফরেস্ট নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, সুন্দরবনে যে কাজ করা হচ্ছে এতে করে সুন্দরী গাছ খুব বেশি কেটে ফেলছি আমরা। এর ফলে সুন্দরবনের একটা অংশ মূল বন থেকে আলাদা হয়ে যাবে এবং সুন্দরবনের আকার ছোট হয়ে যাবে। এটা আমাদের জন্য ভালো নয়।’

‘আমাদের বনাঞ্চল খুব কম, মাত্র ৯ শতাংশ’ উল্লেখ করে মুহিত বলেন, ‘সুন্দরবন নিয়ে আমাদের নিজেদেরই কিছু করতে হবে। যেটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে সংরক্ষিত বনাঞ্চলের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘জ্বালানি কাঠের বিকল্প হিসেবে সারাদেশে এলপিজি গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রসঙ্গ : জ্বালানি তেল

জ্বালানি তেলের মূল্য কমানো হবে কিনা— জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। কিন্তু সেটা আমি এখনো দেখি নাই। এ বিষয়ে বৈঠক হবে। বিষয়টি নিয়ে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে আলোচনার জন্য ওয়ার্কিং পেপার তৈরি করতে বলেছি। ওই বৈঠকে জ্বালানি তেলের মূল্যের বিষয়টি নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মূল্যের সঙ্গে এটা কীভাবে রেসপন্স করা যায় সেটা নিয়ে আলোচনা করা হবে।’

বিশ্বব্যাংক প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে পরিবেশ সংক্রান্ত দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং এসব প্রকল্পে আন্তর্জাতিক তহবিল প্রাপ্তি নিয়ে আলোচনা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা