রামপাল বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের ক্রমাগত বিদ্যুতের চাহিদা ও সংকট পূরণের লক্ষ্যে রামপালে বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি।
আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলাবিশিষ্ট রেস্টহাউসের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গ টেনে নাসিম আরো বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। তারা কোনোদিন জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি। ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা বিদ্যুতের লাইন না দিয়ে খাম্বা দিয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। আজ তাদের মুখে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা মানায় না।’
জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভা মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজি নিজাম উদ্দিন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন দেশকে দ্রুত মধ্যম আয়ের দেশের অগ্রগতির পথে ধাবিত করছে।’
এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কুয়েতি দাতা সংস্থার সহযোগিতায় সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজির আয়োজনে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালায় ফোরজি ইন্টারনেটের সর্বনিম্ন গতিবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন