রামপুরায় ভাই-বোন হত্যার ঘটনায় বাবা-মা আটক

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোনকে হত্যার ঘটনায় বাবা-মাকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে নিহত শিশুদের খালাকেও আটক করা হয়েছে। জামালপুর থেকে তাদের ঢাকায় আনা হয়েছে।
সোমবার বিকেলে রামপুরার বনশ্রী এলাকার ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে নুশরাত জাহান অরণী (১৪) ও আলভী আমানের (৬) লাশ উদ্ধার করে পুলিশ।
এরপর তাদের খালা আফরোজা মালেক নীলা জানান, অরণী ও আলভীর বাবা আমান উল্লাহ এবং মা মাহফুজা মালেক জেসমিন এরা চারজন গতকাল রাতে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে। সেখানে কিছু খাবার অবশিষ্ট হলে সেটা প্যাকেটে করে বাসায় নিয়ে আসে। সেই অবশিষ্ট খাবার দুই ভাই-বোন সোমবার দুপুরে খায়। এ খাবার খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে। এরপর বিকেলে তাদের ডাকাডাকি করা হলে তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যায় না।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রেস্তোরাঁর মালিককে সকালেই আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, খাবারের বিষক্রিয়ার তাদের মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, খাবারের বিষক্রিয়ায় নয়, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
মঙ্গলবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই ভাই বোনের গলায় আঘাতের চিহ্ন আছে। তা ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও অনেক আঘাতের চিহ্ন আছে। এ থেকে তারা ধারণা করছেন শিশু দুটিতে হত্যা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন