রায়ে অসন্তুষ্ট রাকিবের মা–বাবা
পৈশাচিক কায়দায় খুলনার শিশু রাকিব হত্যা মামলার রায়ে তিন আসামির ২’জনের ফাঁসি হলেও একজনের খালাসের রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেন রাকিবের মা লাকি বেগম।
এদিকে রায়ে অসন্তুষ্ট হয়ে আদালতের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন রাকিবের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাকিবের মা লাকি বেগম বলেন, ‘কী রায় অয়(হয়) তা দ্যাহার (দেখার) লাইগে (জন্য) এতোদিন বইয়ে (বসে) ছিলাম। নামাজ পইড়ে (পড়ে) আল্লার কাছে দোয়া করছি, আমার বুক যারা খালি করছে, তাদের যেন ফাঁসি অয়।
বিচারে হেই (সেই) রায়ই অইছে (হয়েছে)। তয় দুইজনের না হয়ে তিনজনেরই হইলে আমরা বেশি খুশি হইতাম’।
তিনি আরও বলেন, বিউটি বেগমের কথা মতো শরীফ ও মিন্টু আমার ছেলেরে মারছে। হেই বিউটি খালাস পাওয়ায় এ রায় আমরা মানি না।
এর আগে আজ সকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা বহুল আলোচিত রাকিব হত্যা মামলায় আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ ও তার সহযোগী মিন্টু খানকে ফাঁসি এবং শরীফের মা বিউটি বেগমকে খালাস প্রদান করেন।
উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়ায় মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ, তার কথিত চাচা মিন্টু খান চাকরি ছেড়ে দেয়ার অপরাধে শিশু রাকিবকে ধরে নিয়ে মোটরসাইকেলে হাওয়া দেয়ার মেশিন দিয়ে তার পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে নাড়িভুঁড়ি ছিঁড়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। এ ঘটনার পরদিন নিহত শিশুর বাবা নূরুল আলম তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন