রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার ও বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মুখ খুললেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা বলেননি ট্রাম্প।
ওবামা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও বহিষ্কারের ঘোষণার পর বৃহস্পতিবারেই নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেছেন, এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় এবং শিগগিরই তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন।
লিখিত প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আরও বড় ও ভালো কিছুর দিকে আমাদের দেশের এগিয়ে যাওয়ার সময় এখন। তথাপি, আমাদের দেশ ও দেশের মানুষের স্বার্থে এই পরিস্থিতির (নিষেধাজ্ঞা) সর্বশেষ অবস্থা জানতে আগামী সপ্তাহে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করব। ’
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার সন্দেহে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ওবামা প্রশাসন। ওয়াশিংটন ডিসি এবং সান ফ্রান্সিসকো উপ-দূতাবাসে কর্মরত এসব কূটনীতিক ও তাদের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ নিয়েছে। একই সঙ্গে মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত এমন দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া দুটি রুশ গোয়েন্দা প্রতিষ্ঠান জিআরইউ ও এফএসবি, এ দুই সংস্থার চার কর্মকর্তাসহ নয় ব্যক্তি এবং জিআরইউকে সাইবার হামলা চালাতে সহযোগিতাকারী তিনটি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
প্রসঙ্গত, নির্বাচনি প্রচারণার সময় ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনের বেশ কিছু ই-মেইল ও হিলারির প্রচারণা টিমের চেয়ারম্যানের ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়। এরপর তা বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসে প্রকাশিত হয়। এরপরই ডেমোক্র্যাট শিবিরের পক্ষ থেকে হ্যাকিংয়ে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তাদের অভিযোগ, হ্যাকিংয়ের মাধ্যমে ট্রাম্প জেতাতে সহযোগিতা করছে রাশিয়া। যদিও ট্রাম্প শিবির ও রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন