রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাতিল করতে হবে: ফিফাকে আমেরিকা
২৮ মে (রেডিও তেহরান): ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাতিল করার জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার যুদ্ধবাজ সিনেটর রবার্ট মেনেন্ডেজ। তিনি বলেছেন, আগামী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানে রাশিয়াকে স্বাগতিক দেশ হতে দেয়া উচিৎ হবে না।
দুর্নীতির অভিযোগে ফিফার গভর্নিং বডির ছয় সদস্যকে আটক করার পর এ কথা বললেন মেনেন্ডেজ। তিনি দুর্নীতির জন্য ফিফার ছয় কর্মকর্তার আটকের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। মার্কিন সরকারের অনুরোধে জুরিখের ‘বার উ লাক’ হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। এসব কর্মকর্তাকে আমেরিকার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
রবার্ট মেনেন্ডেজ বলেন, “আমি বিশেষভাবে খুশি এ কারণে যে, আমেরিকা ও সুইজারল্যান্ড একসঙ্গে এসব দুর্নীতির তদন্ত করছে এবং ২০১৮ সালে রাশিয়ায় ও ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠানের অনুমতি দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।” মার্কিন যুদ্ধবাজ এ সিনেটর আরো বলেন, “বিশ্বকাপ অনুষ্ঠানে রাশিয়াকে মনোনীত করায় আমি দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলাম এবং আজকের ঘোষণায় এ কথাই গুরুত্ব পেয়েছে যে, ফিফাতে এমন একজন সভাপতি নিয়োগ দিতে হবে যিনি শুধু ফিফার মূল্যবোধই প্রতিষ্ঠা করবেন না বরং এমন কোনো দেশকে বিশ্বকাপ আয়োজন করতে দেবে না যে কিনা ফিফার এ মূল্যবোধকে লালন করে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন