রাশিয়া বিশ্বকাপের পর অবসরের ঘোষণা পিকের

২০১৮ সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। রোববার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার জার্সি নিয়ে সমালোচনার পর এ ঘোষণা দেন ২৯ বছর বয়সী এ ফুটবলার।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে রোববার মুখোমুখি হয় স্পেন ও আলবেনিয়া। ২-০ গোলে জয়ী ওই ম্যাচে পিকে যে জার্সি পরে মাঠে নেমেছিলেন সেটায় স্পেনের পতাকা দেখা যাচ্ছিলোনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠে। এর কারণ ব্যাখ্যা করে স্প্যানিশ ফুটবল এ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেয়। যেখানে পিকের পক্ষ নেন দেশটির ফুটবল কর্তারা। যদিও তাতে মন গলেনি ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো জয়ী দলের সদস্য পিকের। এবার তিনি ঘোষণা দিলেন অবসরের। জানালেন, দেশের জন্য তিনি তার সর্বোচ্চ দিয়েছেন তবে এতো সমালোচনা তিনি আর সহ্য করতে পারছেন না। সে জন্যই রাশিয়া বিশ্বকাপের পর তার বয়স মাত্র ৩১ হলেও এরপরই দেশের হয়ে ফুটবলকে বিদায় জানাবেন এ বার্সা তারকা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন