রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টিনার ঘুম হারাম!
লিওনেল মেসি ইনজুরি থেকে ফিরে আছেন দারুণ ফর্মে। কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তা কাটছে না। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা তো বলেই দিয়েছেন, এবার আর্জেন্টিনাকে দিয়ে হবে না। চূড়ান্ত পর্বে খেলা নিয়ে এবার দুশ্চিন্তার কথা জানালেন দেশটির প্রধান কোচ এদগার্দো বাউসাও।
ঝামেলাটা বেধেছে বলিভিয়াকে ফিফা শাস্তি দেওয়ায়। অনুমোদনের বাইরের খেলোয়াড় খেলানোর শাস্তিতে বলিভিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ তাদের প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করেছে ফিফা। তাতে আর্জেন্টিনাকে ছাড়িয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে গেছে চিলি। আর্জেন্টিনা ষষ্ঠ স্থানে। এই অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলে। পঞ্চম দলটি প্লে-অফ খেলে যায়।
আর্জেন্টিনার কোচ বাউসা এই পরিস্থিতিতে বললেন, “বাছাই চূড়ান্ত হয়নি বলেই দুশ্চিন্তা আমার। এখনও জিততে হবে। তবে বলিভিয়ার এই সমস্যা সত্ত্বেও বাছাই পর্ব এখনো আমাদের হাতেই। আমাদের ঘরের মাঠের ম্যাচগুলো জিততে পারলেই চূড়ান্ত পর্বে যাবো আমরা।”
চারটি হোম ম্যাচ জিতলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ২৮। এই পয়েন্ট নিয়েই ম্যারাডোনার আর্জেন্টিনা দল ২০১০ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল। বাউসা বললেন, “এটাই আমাদের মূল লক্ষ্য। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” চিরশত্রু ব্রাজিলেন সাথে প্রতিপক্ষের মাঠে ১০ নভেম্বর ম্যাচ। পাঁচ দিন পর নিজেদের মাঠে কলম্বিয়ার সাথে খেলা। “দুই নিয়মিত প্রতিদ্বন্দ্বীর সাথে এই দুই ম্যাচ। সব মিলিয়ে চার পয়েন্ট পেলেও আমাদের চলে।”
বাউসা দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। প্রথমটি মেসির গোলে ১-০ তে জেতে। কিন্তু পরের ৯ পয়েন্টের মাত্র ২ পয়েন্ট পায়। ওই তিন ম্যাচে ইনজুরির কারণে মেসির খেলা হয়নি। একটি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা। তবে মেসি ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের খেলায় ফিরছেন। স্বস্তিতে বাউসা, “মেসি এমন খেলোয়াড় যে ব্যবধান গড়ে দেয়। খুব গুরুত্বপূর্ণ সে। সে থাকলে প্রতিপক্ষের দুশ্চিন্তা বাড়ে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন