রাশিয়া-ভারতের ১৬ চুক্তি স্বাক্ষর
ব্রিকস সম্মেলন উপলক্ষে ভারতে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সকালে বৈঠক শেষে এই দুই শীর্ষ নেতা সাংবাদিকদের মুখোমুখি হন। দুই দেশের মধ্যে ১৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়েছে। স্মার্ট সিটি, মিলিটারি, গ্যাস ও তেল সংক্রান্ত চুক্তি এর মধ্যে অন্যতম।
হরিয়ানায় স্মার্ট সিটি তৈরি করা নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। এছাড়া রাশিয়ার তেল ও গ্যাস সেক্টরে ভারত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে চুক্তি করেছে।
এই চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আর্থিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গাঢ় হবে। এই চুক্তির ফলে দুটি বার্ষিক সম্মেলনের পর থেকে নতুন পথে এগিয়ে গেল ভারত-রাশিয়ার সম্পর্ক।
সামরিক ক্ষেত্রেও বড়সড় চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে রাশিয়ার কাছ থেকে ভারত ৪টি ফ্রিজেট, ৫টি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে। এছাড়া যৌথ উদ্যোগে তৈরি করা হবে ২০০ কামোভ লাইট হেলিকপ্টার।
গ্রাউন্ড স্টেশনে জিপিএস নেভিগেশনের মধ্যে যোগাযোগ বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইসরো ও রাশিয়ান স্পেশ এজেন্সির মধ্যে। নাগপুর, সেকেন্দরাবাদ ও হায়দরাবাদের মধ্যে ট্রেনের গতি বাড়ানোর জন্যও চুক্তি হয়েছে। এসব চুক্তির ফলে ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন