রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতিকে বিএনপির ধন্যবাদ

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য বঙ্গভবন থেকে এখনও আনুষ্ঠানিক ডাক পায়নি বিএনপি। তবে গণমাধ্যম থেকে এরই মধ্যে তারা জেনে গেছে প্রত্যাশিত এই সিদ্ধান্তের কথা। আর এই সংলাপের উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞ বিএনপি।

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর যে কমিশন দায়িত্ব নেবে, তারাই আগামী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। তাই এই কমিশনে কারা আসবে সে বিষয়ে বিএনপির বিশেষ আগ্রহ আছে। আর এই নির্বাচন কমিশন গঠনের বিষয়ে দলের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে রাষ্ট্রপতি নিবন্ধিত অথবা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলোর দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করবেন।

গত ৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌছে দেয় বিএনপি। এর এক সপ্তাহ পরই আলোচনার জন্য দলগুলোকে ডাকার সিদ্ধান্ত নেয় বঙ্গভবন।

বঙ্গভবনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয়েছে ঢাকাটাইমসের। প্রতিক্রিয়া জানতে চাইলে শুরুতেই তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যে আলোচনায় বসতে যাচ্ছেন, তাতে প্রথমেই ডাকা হচ্ছে বিএনপিকে। ১৮ ডিসেম্বর ডাকা হচ্ছে দলটিকে। তিন দিন পর জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিকেও আলোচনায় ডাকার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গভবন।

২০১২ সালেও নির্বাচন কমিশন গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছিলেন রাষ্ট্রপতি। তখনও বিএনপির সঙ্গে আলোচনায় বসেন তিনি। তবে বিএনপি তখন রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনে নিয়োগের বিষয়ে কোনো নাম প্রস্তাব করেনি।

রাষ্ট্রপতির এই আলোচনা পাঁচ বছর আগের ধাঁচেই হবে না কি খালেদা জিয়ার ১৩ দফা অনুসারে হবে-সে বিষয়ে অবশ্য কোনো তথ্য আসেনি বঙ্গভবন থেকে। তারপরও আলোচনার প্রস্তাবে আপ্লুত বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরাই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলাম। তিনি তাতে রেসপন্স করায় আমরা ধন্যবাদ জানাই। আশা করি আমরা যে প্রস্তাব দিয়েছি সে আলোকে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হবে। এবং সবার মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এখনও আমন্ত্রণ পাইনি। তবে পেয়ে যাবো।’ এই আলোচনায় কী আশা করছেন- জানতে চাইলে এই নেতা বলেন, ‘আমরা তো আশাবাদী হয়েই তাকে (রাষ্ট্রপতি) চিঠি দিয়েছিলাম। এখন আলোচনা শুরু করুক, দেখি তিনি কী বলেন।’

অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘অবশ্যই আমরা আশা করি ভালো কিছু হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল