রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যে তিন বিষয়ে জোর দিয়েছেন খালেদা জিয়া
নতুন নির্বাচন কমিশন গঠনের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ‘সুনির্দিষ্ট প্রস্তাব’ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বৈঠকে খালেদা জিয়া তিনটি বিষয়ের পর জোর দিয়েছেন বলে জানান তিনি।
তবে বাছাই কমিটিতে বিএনপির কাদের নাম প্রস্তাব করেছে, সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি মির্জা ফখরুল। রোববার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাছাই কমিটি সম্পর্কে তার সুনির্দিষ্ট মতামত দিয়েছেন। আশা করছি, রাষ্ট্রপতি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পদ্ধতিগত বিষয় নির্বাচন করবেন। পরে পুনরায় আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি পরিপূর্ণ করবেন।’
নির্বাচন কমিশন গঠনের এই প্রক্রিয়া রাষ্ট্রপতি আগামী মাসের মধ্যেই শেষ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির বৈঠকে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘তিনটি প্রধান বিষয় হচ্ছে, নিরপেক্ষ বাছাই কমিটি গঠন, সকলের কাছে গ্রহনযোগ্য ও সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন এবং আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ।’
তিনি বলেন, ‘বৈঠকে আমরা খুশি হয়েছি। আশাবাদী হয়েছি। রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দেশের রাজনৈতিক সংকট উত্তরনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করবেন।’
প্রায় এক ঘন্টাব্যাপি স্থায়ী ওই আলোচনা অত্যন্ত সৌহার্দ্য ও উষ্ণ পরিবেশে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ আন্তরিকতা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’ রাষ্ট্রপতি এই পদ্ধতিগত বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে একটি সমাধানে আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন