রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীপ্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সোমবার সকাল সাড়ে ১১টায় সেনা বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরলস ভূমিকার জন্য রাষ্ট্রপতি তাদের কাছে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু দেশের ভেতরেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে, যা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে তিন বাহিনীর প্রধানকে আন্তরিকভাবে সচেষ্ট হওয়ার আহ্বান জানান আবদুল হামিদ। রাষ্ট্রপতির আহ্বানে তারা জানান, ফোর্সেস গোল ২০৩০ লক্ষ্য সামনে রেখে সশস্ত্র বাহিনী অগ্রসর হচ্ছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো সোমবার বিশেষ অনুষ্ঠান প্রচার করছে; জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন