রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে দ্বিগুণ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের বেতন ও পারিতোষিক (সম্মানী) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদের মধ্যে রয়েছেন স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক এবং সংসদ সদস্যগণ।
মূল বেতনের সঙ্গে আনুপাতিক ও সময়োপযোগী করে ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
২০১৫ সালের জুলাই মাস থেকে মূল বেতনের বাড়তি অংশ পাবেন তারা। ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই মাস থেকে। এর জন্য ছয়টি আইন সংশোধন করতে হবে।নভেম্বর মাসে বসতে যাওয়া সংসদ অধিবেশনে এই সংশোধনীগুলো তোলা হবে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে (৮১তম) বেতন ও সম্মানী বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি আইন সংশোধনের প্রস্তাবের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বেতন বাড়ানো হয়েছে জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, কারও বেতন দ্বিগুণের বেশি বেড়েছে, কারও প্রায় দ্বিগুণ হয়েছে।
এর মধ্যে রাষ্ট্রপতির বেতন প্রায় দ্বিগুন বেড়েছে। প্রধানমন্ত্রীর বেড়েছে দ্বিগুণেরও বেশি।
কার বেতন কত বাড়ল নিচে তার তালিকা দেওয়া হলো :
পদের নাম | বিদ্যমান মূল বেতন | প্রস্তাবিত মূল বেতন |
রাষ্ট্রপতি | ৬১,২০০ | ১,২০,০০০ |
প্রধামন্ত্রী | ৫৮,৬০০ | ১,১৫,০০০ |
স্পিকার | ৫৭,২০০ | ১,১২,০০০ |
প্রধান বিচারপতি | ৫৬,০০০ | ১,১০,০০০ |
মন্ত্রী | ৫৩,১০০ | ১,০৫,০০০ |
ডেপুটি স্পিকার | ৫৩,১০০ | ১,০৫,০০০ |
বিরোধী দলীয় নেতা | ৫৩,১০০ | ১,০৫,০০০ |
চিফ হুইপ | ৫৩,১০০ | ১,০৫,০০০ |
আপিল বিভাগের বিচারক | ৫৩,১০০ | ১,০৫,০০০ |
হাইকোর্ট বিভাগের বিচারক | ৪৯,০০০ | ৯৫,০০০ |
প্রতিমন্ত্রী | ৪৭,৮০০ | ৯২,০০০ |
বিরোধী দলীয় উপ নেতা | ৪৭,৮০০ | ৯২,০০০ |
হুইপ | ৪৭,৮০০ | ৯২,০০০ |
উপ-মন্ত্রী | ৪৫,১৫০ | ৮৬,৫০০ |
সংসদ সদস্য | ২৭,৫০০ | ৫৫,০০০ |
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন