রাষ্ট্রীয় স্বীকৃতির পরও ভোটার নন হিজড়ারা!

‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দুই বছর পার হলেও এখনও বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার তালিকায় স্থান পায়নি হিজড়া সম্প্রদায়। জাতীয় পরিচয়পত্রে তাদের আলাদা করে অন্তর্ভুক্ত করার কোনো কার্যকর উদ্যোগ এখনও গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)।
সরকার ২০১৩ সালের ১৩ নভেম্বর তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে পাসপোর্ট ও নথিপত্রে তাদের লিঙ্গপরিচয় ‘হিজড়া’ উল্লেখ করতে পারেন। ওই স্বীকৃতির পরপরই নির্বাচন কমিশন তৃতীয় লিঙ্গ হিসেবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানায়।
নাম প্রকাশ না করে ইসির এক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ফরমে নারী-পুরুষের পৃথক অপশন থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনো অপশন চালু হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতির পর দু’বার ভোটার তালিকা হালনাগাদ হলেও তৃতীয় লিঙ্গের অপশনটি চালু করা যায়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই এ বিষয়ে আলোচনা হবে।
রাষ্ট্রীয় স্বীকৃতির পর হিজড়া সম্প্রদায়ের অনেকেই নারী পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে দুজন হিজড়া নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা কমিশনের নজরে আসে। এজন্যে জাতীয় পরিচয় নিবন্ধন ফরমে নারী পুরুষের পাশাপাশি ‘অন্যান্য’ নামে আরেকটি অপশন যোগ করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
তবে বিষয়টি স্পর্শকাতর। হিজড়া সম্প্রদায়ের দাবি, তাদেরকে আলাদাভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এ ব্যাপারে কমিশন আলোচনায় বসবে বলেও জানান ওই কর্মকর্তা।
ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পের পরিচালক এবি এম মুসা বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র ফরমে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন চালু হয়নি। তবে তারা নিজেকে যে পরিচয়ে পরিচিত করতে চান সে ব্যবস্থা রাখা হয়েছে। বিষয়টি নতুন হওয়ার কারণে আরো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এজন্য সময় লাগছে।’
এনআইডি ফরমে কোনো পরিবর্তন বা নতুন বিষয় যোগ করতে হলে নিবন্ধন বিধিমালা সংশোধন করতে হবে বলে জানান এনআইডি উইংয়ের এক কর্মকর্তা।
তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের সময় নির্বাচন কমিশন অনুমোদিত জাতীয় পরিচয় নিবন্ধন ফরমের মাধ্যমে নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। এখন কমিশন নিবন্ধন বিধিমালা সংশোধন করে নতুন ফরম অনুমোদন দিলে সেভাবে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে।’
তবে বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। শিগগিরই জাতীয় পরিচয়পত্র ফরমে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন চালু হবে বলে আশা করছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন