সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাষ্ট্রীয় স্বীকৃতির পরও ভোটার নন হিজড়ারা!

‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির ‍দুই বছর পার হলেও এখনও বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটার তালিকায় স্থান পায়নি হিজড়া সম্প্রদায়। জাতীয় পরিচয়পত্রে তাদের আলাদা করে অন্তর্ভুক্ত করার কোনো কার্যকর উদ্যোগ এখনও গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)।

সরকার ২০১৩ সালের ১৩ নভেম্বর তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করে। তখন থেকে পাসপোর্ট ও নথিপত্রে তাদের লিঙ্গপরিচয় ‘হিজড়া’ উল্লেখ করতে পারেন। ওই স্বীকৃতির পরপরই নির্বাচন কমিশন তৃতীয় লিঙ্গ হিসেবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানায়।

নাম প্রকাশ না করে ইসির এক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ফরমে নারী-পুরুষের পৃথক অপশন থাকলেও তৃতীয় লিঙ্গের জন্য কোনো অপশন চালু হয়নি। রাষ্ট্রীয় স্বীকৃতির পর দু’বার ভোটার তালিকা হালনাগাদ হলেও তৃতীয় লিঙ্গের অপশনটি চালু করা যায়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন। শিগগিরই এ বিষয়ে আলোচনা হবে।

রাষ্ট্রীয় স্বীকৃতির পর হিজড়া সম্প্রদায়ের অনেকেই নারী পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে দুজন হিজড়া নারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর তা কমিশনের নজরে আসে। এজন্যে জাতীয় পরিচয় নিবন্ধন ফরমে নারী পুরুষের পাশাপাশি ‘অন্যান্য’ নামে আরেকটি অপশন যোগ করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

তবে বিষয়টি স্পর্শকাতর। হিজড়া সম্প্রদায়ের দাবি, তাদেরকে আলাদাভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এ ব্যাপারে কমিশন আলোচনায় বসবে বলেও জানান ওই কর্মকর্তা।

ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পের পরিচালক এবি এম মুসা বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র ফরমে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন চালু হয়নি। তবে তারা নিজেকে যে পরিচয়ে পরিচিত করতে চান সে ব্যবস্থা রাখা হয়েছে। বিষয়টি নতুন হওয়ার কারণে আরো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এজন্য সময় লাগছে।’

এনআইডি ফরমে কোনো পরিবর্তন বা নতুন বিষয় যোগ করতে হলে নিবন্ধন বিধিমালা সংশোধন করতে হবে বলে জানান এনআইডি উইংয়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের সময় নির্বাচন কমিশন অনুমোদিত জাতীয় পরিচয় নিবন্ধন ফরমের মাধ্যমে নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়। এখন কমিশন নিবন্ধন বিধিমালা সংশোধন করে নতুন ফরম অনুমোদন দিলে সেভাবে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে।’

তবে বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। শিগগিরই জাতীয় পরিচয়পত্র ফরমে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন চালু হবে বলে আশা করছেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে