মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রের সংস্কার করে নির্বাচনের জন্য অনূকূল পরিবেশ তৈরি করবে সরকার: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকারকে জনগণই বসিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে, রাষ্ট্রের যে বিশাল ক্ষতিসাধন করা হয়েছে তার সংস্কার করা। রাষ্ট্রের যেসব জায়গায় ক্ষতি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা এগুলোর পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনূকূল পরিবেশ তৈরি করবেন।’

শুক্রবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা এই আয়োজন করে।

জামায়াত আমির বলেন, ‘যখনই অনূকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা আবার নিজ নিজ জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যতটুকু মিনিমাম সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা দেবো। আমরা এ কথা বারবার বলেছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আকাশ এখনও কালো মেঘমুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের নজর রয়েছে। আমাদেরকে এখনো আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বাংলাদেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

সামাজিক সু বিচার থেকে বাংলাদেশের মানুষ একেবারেই বঞ্চিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়ে সুবিচার প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকটা পরিবার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সুবিচার কায়েম করবো। এই সুবিচার কায়েম না করতে পারলে স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সাধ উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন সুবিচার প্রতিষ্ঠা করা এই জাতির দায়িত্ব।

জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা সরকার বিচারের নামে প্রহসন করেছে। দেশের বরেণ্য ব্যক্তিদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। আমাদের শতশত ভাইদেরকে হত্যা করেছে। তারা জনগণের উপর স্ট্রিম রোলার চালিয়েছে। তারা রাষ্ট্র যন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। জামায়াত ইসলামীসহ অন্যান্য বিরোধী দলগুলোকে আঘাত করা হয়েছে।

জামাতের নেতাকর্মীদের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করেছে। তারা ছাত্র-সমাজের আন্দোলনকে ব্যর্থ করার অনেক অপকৌশল চালিয়েছে। কিন্তু জামায়াত তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। যেসব ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে মারা গেছেন, আহত হয়েছেন তাদের আমানত আজকের এই বিজয়।

পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দীন, আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোশিয়েসন বাংলাদেশের (রিহ্যাব) ডিরেক্টর ওবায়দুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তাহা মোল্লা, কৃষিবিদ প্রফেসর আব্দুল হান্নানসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা