রাসায়নিক দিয়ে কলা পাকানোয় ১৯ জনকে কারাদণ্ড
ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে কলা পাকানোর দায়ে রাজধানীর কারওয়ান বাজারের ১৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ সারওয়ার আলমের পরিচালনায় র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত বুধবার কারওয়ান বাজারের কয়েকটি কলার আড়তে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-২ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াছির আরাফাত দ্য রিপোর্টকে জানান, অভিযানে দেখা যায়, মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ইথোফন ও অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে দ্রবণ তৈরি করে তাতে কলা চুবিয়ে কিছুক্ষণ রাখা হয়। তারপর কলাগুলো কাপড় দিয়ে ঢেকে রেখে আবার ঐ রাসায়নিক স্প্রে করা হয়। এর ফলে কলাগুলো ২-১ দিনের মধ্যে পুরোপুরি হলুদ রং ধারণ করে পেকে যায়। এই ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানোর দায়ে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রায় ৮০ হাজার পিস কলা জব্দ করে ধ্বংস করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো- জাহিদ হাসান, সেলিম শিকদার, জাকির হোসেন, তারা মিয়া, সুমন সরকার, সেলিম মিয়া, মোজাম্মেল হক, আশরাফ উদ্দিন, সোলায়মান, সেলিম, আবদুস সাত্তার, দীন মোহাম্মদ, রমজান আলী, রমজান আলী, কবিরুল ইসলাম, সামসুল হক, সালাম, রফিক উদ্দিন ও ফরহাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন