রাসেলের জন্যই কী কলকাতার হার!
আন্দ্রে রাসেল৷ ক্যারিবিয়ান এই ক্রিকেটার যেমন বল হাতে পারদর্শী, তেমনি ব্যাট হাতে৷ জেসন হোল্ডার বা কলিন মুনরো আর যাই হোন না কেন রাসেল হতে পারবেন না তা বলার জন্য অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞ না হলেও চলবে৷ প্রথম এলিমেনটরে হারার পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের গলাতেও যেন একই সুর৷ দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার থেকেও রাসেলের না থাকাটাই যেন এদিন ভোগাল গৌতিকে৷ ম্যাচ হেরে গিয়ে নিজে সেকথা স্বীকারও করে নিলেন তিনি৷
ম্যাচের পর তিনি বলেন,‘এই উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না৷ ১৬০ রান তাড়া করা কঠিনও ছিল না৷ কিন্তু আমরা ভালো পার্টনারশিপ করতে পারিনি৷ অন্যদিকে, যুবরাজের মতো ঝোড়ো ইনিংসেরও অভাব ছিল আমাদের ব্যাটিংয়ে৷ রান তাড়া করতে নেমে কলিনের (মুনরো) রান আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়৷ আমাদের বোলাররা ভালো বল করেছিল৷ কিন্তু ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি৷ এই ফর্ম্যাটে আমাদের প্রতিটা ম্যাচেই ভালো খেলতে হবে৷ এই ম্যাচটি জেতার ব্যাপারেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম৷ কিন্তু টি-২০তে একজন একটি গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে৷ আমাদের দলে সেই একজনেরই অভাব ছিল৷ এই অবস্থায় রাসেল একদম উপযোগী খেলোয়াড়৷ গোটা টুর্নামেন্টে ও বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস খেলেছে৷ এছাড়া বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছে৷ আজ আমাদের ব্যাটিংয়ে রাসেলের মতো ‘পাওয়ার হিটারের’ অভাব ছিল৷ কলকাতার সমর্থকদের জন্য খারাপ লাগছে৷ ওরা সবসময় আমাদের সমর্থন করে গেছে৷’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন