রাস্তার পাশে গাছের পাতায় মোড়ানো নবজাতককে উদ্ধার !
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাস্তার পাশে একটি গাছের পাতায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সাফুয়া গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
পরে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
সাফুয়া গ্রামের কামাল পাটওয়ারীসহ স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে গাছের পাতা মোড়ানো অবস্থায় একটি প্যাকেট পড়ে থাকতে দেখে এগিয়ে যেতেই নবজাতকটি (ছেলে) দেখতে পায়। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শিশুটির অবস্থার আশংকাজনক দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিষয়টি জেনেছি। খোঁজ খবর নেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি
বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র্যালিবিস্তারিত পড়ুন
চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা
চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন
১৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন