রাস্তায় পড়ে মরণাপন্ন কিশোর! শুধুই ছবি তুলল শহরবাসী
বেঙ্গালুরুতে আরও একবার ঘটল একটি ন্যক্কারজনক ঘটনা। রাস্তায় এক মরণাপন্ন কিশোরকে দেখেও কেউ সাহয্যের হাত বাড়িয়ে দিল না। বরং যে যার মোবাইল ফোন বের করে তার রক্তে ভাসে যাওয়া শরীরের ছবি তুলতে লাগলো।
আনোয়ার আলি নামে ঐ কিশোর সাইকেলে করে যাচ্ছিলেন। তখনই একটি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটোনাটি ঘটে বেঙ্গালুরু থেকে ৩৮০ কিলোমিটার দূরে কোপ্পালে।
টানা ২৫ মিনিট রাস্তায় পড়ে যন্ত্রনায় কাতরাতে থাকে আনোয়ার। বহুক্ষণ ধরে সাহায্যও চাইতে থাকে সে। সেই যন্ত্রণার ছবি ধরে রাখতে পথচারীরা ছবি তুলতে থাকে তাঁর। একজন এসে শুধুমাত্র জল দেয় তাকে। ২৫ মিনিট পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালেই মারা যায় আনোয়ার।
ভাই রিয়াজ আনোয়ারের মৃতুতে ভেঙে পড়ে জানান, “কেউ ওকে সাহায্য করতে এগিয়ে আসেননি। সবাই ওর ভিডিও আর ফটো তুলছিলেন। কেউ যদি একটু সাহায্য করত আমার ভাই বেঁচে যেত। ১৫ থেকে ২০ মিনিটের বেশি সময় রাস্তাতেই নষ্ট হয়ে গেছে”।
রাস্তার এক পথচারী জানান, “সবাই খুব হতভম্ব হ০য়ে গিয়েছিল আর বুঝতে পারছিল না যে কিভাবে তাঁকে বাঁচানো যায় কারণ তিনি গুরুতর ভাবে আহত হয়েছিলেন এবং অনেক পরিমাণের রক্ত বেরচ্ছিল”।
গত বছরেও এমন ঘটনা ঘটে বেঙ্গালুরুতে। এক বাইক আরোহীকে একটি ট্রাক পিষে দেয়। আরোহীর শরীর দু’ভাগে ভাগ হয়ে গেছিল এবং সে রীতিমত সাহায্য ভিক্ষা চাইছিল। কিন্তু সেদিনও কেউ এগিয়ে আসেনি। সবাই ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত ছিল।
বেঙ্গালুরু কাজের শহর আর খুব ব্যস্ত শহর। পড়াশোনা শেষ করে সবাই চাকরির খোঁজে এই শহরেই ছোটে। কিন্তু এখানকার মানুষ কি এতটাই ব্যস্ত যে মরণাপন্ন মানুষকে সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিতে পারেন না!
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন