রাস্তা দখল করে রেখেছিলো রাশিয়ান দূতাবাস: আনিসুল হক
রাস্তার চারপাশে রাশিয়ান দূতাবাস সাড়ে ১৫ কাঠা জায়গা দখল করেছিলো মন্তব্য করে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেছেন, আলোচনার ভিত্তিতে আমরা এগুলো অপসারণ করে নিচ্ছে। আমাদের জনসাধারণের ফুটপাত দিয়ে চলাচলের সাংবিধানিক অধিকার রয়েছে। এতোদিন তারা না বুঝে জায়গাটি দখল করে রেখেছিলো।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশান ২ নম্বরে রাশিয়ান দূতাবাসের সামনে ফুটপাত দখল করে থাকা অবৈধ ব্লক অপসারণ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
বেলা সোয়া ১১টার দিকে অভিযানস্থলে উপস্থিত হন ডিএনসিসি মেয়র আনিসুল হক। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মেয়র বলেন, ফুটপাত দিয়ে হাঁটা নাগরিকদের সাংবিধানিক দায়িত্ব। ফুটপাত তো আটকে রাখতে পারে না। প্রত্যেকেই আমাদের সঙ্গে রাজি হচ্ছেন। এই যেমন রাশিয়ান দূতাবাসের চারপাশের রাস্তার উপরে ব্লক দিয়ে সাড়ে ১৫ কাঠা জায়গা দখল করেছিল। ওরাও বুঝে নাই বিদেশি লোক, রাস্তার মাপ তো আর ওরা জানে না। আমরা যখন ওদের বুঝিয়েছি, দেখ এটা রাস্তা, তোমরা রাস্তাকে দখল করে ফেলেছো, ওরা রাজি, ওরা বলেছে, নিশ্চই আমরা ভুল করেছি। ওরা বলেছে, তোমরা যেভাবে খুশি কর। আমরা তাদের নিরাপত্তার ব্যাপারে প্রত্যেকে খুবই সচেতন। তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এগুলো হচ্ছে।
তিনি বলেন, আমেরিকান ক্লাব ওখানে রাস্তা আটকে রেখেছিল, বুধবার ওটা ক্লিয়ার করেছি। সাধারণ মানুষের জন্য রাস্তা উন্মুক্ত হচ্ছে। ঢাকার মানুষের অধিকার, গরিব মানুষের অধিকার তারা ফুটপাত দিয়ে হাঁটবে। সেই বাধা দূর করছি। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলও রাস্তা দখল করে আছে। স্কুল বন্ধ হলে ওটা মুক্ত করা হবে। এভাবে সব ফুটপাত দখল মুক্ত করা হবে।
রাজধানীতে ৪ হাজার বাস নামানোর প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, এ বছর কিছু বাস নামানো হবে। আমরা এ বিষয়ে অনেক দূর এগিয়েছি। রুট তৈরি করবো, ই-টিকিটিং, ভাড়া ইত্যাদি নির্ধারণ করতে সময়ের প্রয়োজন।
বাসগুলো একটি ছাতার নিচে পরিচালনা করা হবে বলেও জানান মেয়র। অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল সৈয়দ আনোয়ারুল ইসলাম। অভিযানস্থলে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
এরপর সৌদি আরব দূতাবাসের সামনের অবৈধ ব্লক উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন