রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
ভারতের উত্তর প্রদেশে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে স্থানীয় এক সাংবাদিক। সোমবার উত্তর প্রদেশের জনসভা শেষে রোড শোতে অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে। রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হলেও শেষ পর্যন্ত তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই সাংবাদিককে আটক করেছে পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্ণৌ থেকে ৮৫ কিলোমিটার দূরে প্রদেশের সীতাপুরে ছাদবিহীন গাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
ভারতে সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টনীতে থাকা রাজনীতিবিদদের একজন রাহুল গান্ধী। তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হলেও জনস্রোতের মাঝে গাড়ি থামাননি গান্ধী।
জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তির নাম অনুপ মিশ্র। নিজেকে স্থানীয় সাংবাদিক বলে দাবি করেছেন তিনি। অনুপ মিশ্র বলেন, গত ৬০ বছরে দেশকে ধ্বংস করেছে কংগ্রেস। আমি দুই বছর ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং আমি জানি তারা ক্ষমতায় থেকে কী করেছে?
আগামী বছর উত্তর প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে প্রদেশে মাসব্যাপী ‘কিষাণ যাত্রা’ নামে রোড শো কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। ইতোমধ্যে ২ হাজার ২০০ কিলোমিটার রোড শো করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন