রায়গঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জের রায়গঞ্জে রঞ্জু হোসেন (২৮) নামের এক চালককে শ্বাসরোধ করে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার নিঝুরি এলাকার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রঞ্জু হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামের ইসহাক আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে অটোরিকশা নিয়ে রায়গঞ্জ যান রঞ্জু। চান্দাইকোনা বাজারে কয়েকজন তার অটোরিকশাটি ভবানীপুর যাওয়ার কথা বলে রিজার্ভ করে। অটোরিকাটি নিঝুরি এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ব্রিজের নিচে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকালে ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা লাশটি রঞ্জু হোসেনের বলে শনাক্ত করেন।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বিশ্বাস জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন