শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রায়না-জাদেজার ‘ঘুষ গ্রহণ’ বিষয়ে মোদির চিঠির ব্যাখ্যা দাবি

ক্রীড়া ডেস্ক, আমাদের কন্ঠস্বর:-ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোকে জড়িয়ে ললিত মোদির ফাঁস করা চিঠি (ইমেইল) বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ব্যাখ্যা চেয়েছেন ভারতের বিহার রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আদিত্য ভার্মা।

রোববার আইসিসির কাছে লেখা এক চিঠিতে এ দাবি জানান তিনি। এদিকে রোববার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০১৩ সালের জুনে ললিত মোদির এরকম একটি ইমেইল তারা পেয়েছিল। এরপর আইসিসিরি নিয়মানুসারে তারা ‘পরবর্তী ব্যবস্থা’ গ্রহণ করে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রধান ললিত মোদির ফাঁস হওয়া এক ইমেইলে ওই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। তিন ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন।

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে করা ওই ইমেইলে ললিত মোদি ভারতের আবাসন প্রতিষ্ঠান এইচডিএলের মালিক বাবা দেওয়ানকে ‘জুয়াড়ি’ হিসেবে উল্লেখ করেন। ওই ইমেইলে তিনি আরও বলেন, ‘ঘুষ হিসেবে বাবা দেওয়ান সুরেশ রায়নাকে দিল্লির অভিজাত এলাকা বসন্ত বিহার ও নয়ডা প্রান্তে দুটো বিলাসবহুল ফ্ল্যাট দিয়েছেন। আর রবীন্দ্র জাদেজাকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি সমুদ্রমুখী ফ্ল্যাট দিয়েছেন। ব্রাভোকে দিয়েছেন নগদ অর্থ।’

এসব তথ্যের ভিত্তিতে আইসিসিরি দুর্নীতি বিরোধী সংস্থা আকসুর মাধ্যমে তিন ক্রিকেটারের বিরুদ্ধে ‘ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছিলেন’ রিচার্ডসনকে।

বাবা দেওয়ান ‘আইপিএলের প্রতিটি ম্যাচেই বড় অঙ্কের জুয়া ধরেন’ উল্লেখ করে ললিত মোদি ইমেইলে বলেন, ‘ক্রিকেট জুয়ায় জড়িত থাকার সন্দেহে তিনি নাকি বাবা দেওয়ানকে আইপিএলের দল কেনার নিলামে নিষিদ্ধ করেছিলেন।’ বাবা দেওয়ানকে ২০১৩ সালে আইপিএলের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত গুরুনাথ মাইয়াপ্পান ও রাজ কুন্দ্রের ‘ভাল বন্ধু’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

শ্যাম স্বামী নামের এক ব্যক্তি মোদীর ইমেইলটি ফাঁস করেছেন। টুইটারে ফাঁস করা ওই বার্তায় স্বামী বলেন, ‘মিস্টার মোদি,এখন আপনি কী বলবেন? এই মেইলে আইসিসির জবাব কী ছিল?’

টুইটারে পোস্ট করা স্বামীর ওই প্রশ্নের জবাবও দেন মোদি। তিনি লেখেন, ‘আমাকে জিজ্ঞেস করছেন কেন? এ ব্যাপারে আইসিসি,বিসিসিআই কিংবা আইপিএলকে জিজ্ঞেস করুন।’

ইমেইলের বিষয়ে আইসিসির কাছে লেখা চিঠিতে আদিত্য ভার্মা লিখেন, ‘সমগ্র ক্রিকেট দুনিয়া ললিত মোদির ওই কথিত চিঠির ব্যপারে আপনার ব্যাখ্যা চায়।’ সবমিলিয়ে ললিত মোদি কাণ্ড ভারতের রাজনীতির অঙ্গন ছাড়িয়ে এবার ক্রিকেটাঙ্গনেও সমালোচনার ঝড় তুলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি