রায়পুরে স্কুল শিক্ষকের বসতভিটা ভাংচুর ও লুটপাট
লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল রায়হান ভূঁইয়া নামে এক স্কুল শিক্ষকের বসতভিটায় হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। একই এলাকার আহছান উল্যার নেতৃত্বে শতাধিক লোক এ হামলা চালায় বলে স্কুল শিক্ষকের অভিযোগ।
শুক্রবার সকালে পৌর শহরের নতুনবাজারের পানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছে।
রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল রায়হান ভূঁইয়া জানান, দীর্ঘদিন থেকে ৩০ শতাংশ জমি নিয়ে একই এলাকার আহছান উল্যা ও তাজল ইসলাম গংদের সঙ্গে তার বিরোধ ও মামলা চলে আসছে। ওই জমিতে প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মামলাও রয়েছে। মামলায় জিততে না পেরে ঘটনার সময়ে আহছান উল্যা, তাজল ইসলাম ও কালুর নেতৃত্বে শতাধিক লোক দেশিয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তার বসতভিটায় অতর্কিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট করে। এ সময় তাদের হামলায় তিনি নিজে, স্ত্রী ফারজানা আক্তার ও ছেলে তাছিম আহত হন। ভাংচুর ও লুটপাটে তার ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন তিনি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন