রায়ে অসন্তষ্ট রাকিবের পরিবার
খুলনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু রাকিব হাওলাদার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন রাকিবের বাবা-বা। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আপিল করার কথাও জানিয়েছেন পরিবার।
ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে মঙ্গলবার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দুই আসামি মো. শরীফ ও মিন্টুর যাবজ্জীবন করা হয়।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নিহত শিশু রাকিবের বাবা নুরুল আলম ও মা লাকী বেগম।
রায় ঘোষণার পর খুলনা নগরীর টুটপাড়ায় বসবাসকারী রাকিবের বাবা নুরুল আলম কান্না জড়িত কণ্ঠে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘নিম্ন আদালত দুই আসামির মৃত্যুদণ্ড দেন। কিন্তু হাইকোর্ট সে রায় কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা আপিল করবো।’
রাকিবের মা লাকী বেগম বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল থাকবে। কিন্তু তা হলো না। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। কারণ আমরা তো আর ছেলেকে ফেরত পাব না।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে শিশু রাকিবকে হত্যা করা হয়। পর দিন রাকিবের বাবা নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ৮ নভেম্বর প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুকে ফাঁসির আদেশ দেন খুলনার আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
খুলনার ফুলতলা উপজেলার দুটি ভোট কেন্দ্রের তিনটি বুথে ব্যালট বইবিস্তারিত পড়ুন
৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত
ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন
খুলনায় ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহবিস্তারিত পড়ুন