রায়ে স্বস্তি প্রসিকিউশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনের মৃত্যুদণ্ড এবং সাতজনের আমৃত্যু কারাদণ্ডের রায়ে স্বস্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই রায় ঘোষণা করে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউটার জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, এই রায় গ্রহণ করছি এবং স্বস্তি প্রকাশ করছি।
তিনি বলেন, কেশবপুরের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা এই রায়ে শান্তি পাবে, বিচারপ্রার্থীরা শান্তি পাবে। রায়ে সাখাওয়াতের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে আদালত বলেছে, সরকার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করতে পারবে। আর মো. বিল্লাল হোসেন বিশ্বাস, মো. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম ও মো. আব্দুল খালেককে দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।
এছাড়া প্রথম, তৃতীয় ও পঞ্চম অভিযোগে আসামিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত। আসামিদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাখাওয়াত ও বিল্লাল হোসেন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি ছয়জনকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন