রায় নিয়ে প্রতিক্রিয়া নেই খাদ্যমন্ত্রীর
আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাননি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রায়ের প্রতিক্রিয়া জানতে আজ রোববার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে যান সাংবাদিকরা। কিন্তু মন্ত্রী উপস্থিত কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি।
ব্রাজিল থেকে পচা গম আনার ঘটনার রেশ কাটতে না-কাটতেই হাইকোর্ট আজ খাদ্যমন্ত্রীকে সাজা দেন। এই সাজার ফলে তাঁর মন্ত্রিত্ব থাকবে কি না, তা নিয়ে আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মন্ত্রিত্ব থাকা না-থাকার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগের এখতিয়ার।
আজ দুপুর ১২টার দিকে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা ভিড় করেন। কিন্তু ভেতর থেকে মন্ত্রী কোনো সাংবাদিককে প্রবেশের অনুমতি দেননি।
মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলেন। ওই সময় তাঁরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। একাধিকবার পীড়াপীড়ির পর একজন কর্মকর্তা মন্ত্রীর সঙ্গে কথা বলে এসে জানান, আজ মন্ত্রী এ বিষয়ে কোনো কথা বলবেন না। তবে রায় ঘোষণার পর থেকে মন্ত্রী বিমর্ষ হয়ে পড়েন বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে আজ রোববার সকালে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
দুই মন্ত্রীর জরিমানার অর্থ লিভার ফাউন্ডেশন ও ইসলামিয়া চক্ষু হাসপাতালে অনুদান হিসেবে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রায়ের বাস্তবায়ন হয়েছে কি না, সে বিষয়ে সাত দিন পর জানাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশ দেওয়ার সময় আপিল বিভাগ বলেন, ‘দুই মন্ত্রীকে ডাকার মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই, কেউ আদালত অবমাননা করলে আমরা কতটা কঠোর হতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন