রিওতে বাংলাদেশের পতাকা বইলেন সিদ্দিকুর রহমান
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। সেখানে অংশ নেওয়াই দারুণ গৌরবের। এমন একটি জায়গায় নিজের দেশের পতাকা বহন করা তো আরো গৌরবের। সেই গৌরবে ভাস্বর এখন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিক গেমসের আলো ঝলমলে উদ্বোধন হলো। সেখানে লাল-সবুজের পতাকা হাতে প্যারেডে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান অলিম্পিকে গেছেন প্রথমবারের মতো। তাও প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি প্রতিযোগিতা করার কৃতিত্ব অর্জন করে। ব্রাজিলের রিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ছাড়িয়ে গেল আগের সব আয়োজনকে। প্রতি অলিম্পিকের বড় আকর্ষণ ক্রীড়াবিদদের মার্চ পাস্ট। ২০৬টি দেশ এবারের এই ৩১তম অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে। প্রতি দেশের সেরা অ্যাথলেট শুরুর অনুষ্ঠানে বয়ে নেন নিজের দেশের পতাকা।
সিদ্দিকুর রহমান মারকানার মাটিতে পা রাখলেন জাতীয় পতাকা হাতে। তার পেছনে বাংলাদেশ দল। এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা গর্বিত আরো ৬ ক্রীড়াবিদের হাসিমুখ ফুটে ওঠে স্ক্রিনে। তাদের সাথে ছিলেন কর্মকর্তারাও। সবার হাতে ছোটো ছোটো জাতীয় পতাকা। অন্য হাতে মোবাইলে স্মৃতি ধরছেন প্রায় সবাই। এক বালিকাকে দেখা যায় বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলে থাকা কিছু স্মারক নিয়ে আগে আগে রিকশা চালিয়ে যেতে! রিকশাই। ব্রাজিল এই ত্রিচক্র বাহনকে বেছে নিয়েছে বাংলাদেশের পরিচয় তুলে ধরতে। বাংলাদেশের পুরুষরা প্যান্ট-ব্লেজার আর নারীরা পরেছিলেন শাড়ি।
সিদ্দিকুর ছাড়াও এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লা হেল বাকী (শুটিং), শিরিন আখতার (অ্যাথলেটিক্স), মেসবাহ আহমেদ (অ্যাথলেটিক্স) সোনিয়া আক্তার টুম্পা (সাঁতার) ও মাহফিজুর রহমান সাগর (সাঁতার) মারাকানায় রেখে আসবেন তাঁদের পায়ের চিহ্ন। ২১ আগস্ট পর্দা নামবে এবারের অলিম্পিকের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন