শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিও অলিম্পিকের বর্ণিল সমাপন, অপেক্ষা এখন টোকিওর

বিদায় রিও ডি জেনিরো। তবে বিদায়টা স্মরণীয় করে রাখার মত সব উপকরণ নিয়ে প্রস্তুত ছিল ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম।

আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হয় রিও অলিম্পিকের বর্ণিল সমাপন অনুষ্ঠান। আতশবাজি জ্বালিয়ে শুরু হয় বর্ণিল সমাপন অনুষ্ঠান। এরপর একে একে মারাকানার বুকে ফুটে ওঠে ব্রাজিলের শিল্প-সংস্কৃতি-সঙ্গীত। তারপরই নিজ নিজ দেশের পতাকা হাতে মাঠে নামেন প্রতিযোগীরা, মেতে ওঠেন উৎসব উদযাপনে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নরওয়েজিয়ান শিল্পী কিগো ও মার্কিন শিল্পী জুলিয়া মাইকেলস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ। আইওসি প্রধান হিসেবে অলিম্পিক পতাকা তুলে দেন ২০২০ অলিম্পিকের আয়োজক টোকিওর গভর্নর ইউরিকো কোইকের হাতে। এরপর টোকিও অলিম্পিকের প্রোমোশনাল ভিডিও দেখানো হয়। এতে দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী সিঞ্জো অ্যাবে সময়মতো রিওতে পৌঁছুতে জনপ্রিয় কার্টুন চরিত্র মারিও সেজে টাইম টিউবে ঢুকে পড়েন এবং একসময় স্বশরীরে মারাকানায় এসে হাজির হন!

এরপর আইওসি প্রধান টমাস বাখ আনুষ্ঠানিকভাবে রিও অলিম্পিকের সমাপ্তি ঘোষণা করেন।

ষোলদিনের ক্রীড়া মহাযজ্ঞ শেষে চার বছর পরের অলিম্পিকের জন্য অধীর অপেক্ষায় থাকবে ক্রীড়াপ্রেমীরা। ২০২০ সালে জাপানের টোকিও শহরে আবার পর্দা উঠবে ‌‌‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ‌‌’ — অলিম্পিক গেমসের।

টোকিও অলিম্পিকে নতুন পাঁচটি ইভেন্ট যোগ করার সিদ্ধান্ত নিয়েছে আইওসি। ইভেন্টগুলো হল — বেসবল, কারাতে, স্কেটবোর্ড, স্পোর্টস ক্লাইম্বিং ও সার্ফিং। এর আগে ১৯৪০ সালে টোকিও অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা আর অনুষ্ঠিত হয়নি।

অনেক রোমাঞ্চকর ও অনভিপ্রেত ঘটনার সাক্ষী এবারের রিও অলিম্পিক।

অলিম্পিক ইতিহাসের প্রথম স্প্রিন্টার হিসেবে উসাইন বোল্ট টানা তিনটি আসরের তিনটি ইভেন্টে জিতেছেন স্বর্ণপদক। বোল্টের কল্যাণেই অনন্য এই ‘ট্রিপল ট্রিপল’ জয়ের কীর্তি দেখতে পেরেছে ক্রীড়াবিশ্ব।

লন্ডন অলিম্পিক শেষে বিদায় নিলেও দুই বছর পর অবসর ভেঙে পুলে ফিরেছিলেন ফেল্পস। সিদ্ধান্তটা যে শতভাগ সঠিক ছিল, রিওর অলিম্পিক অ্যাকুয়াটিকস স্টেডিয়াম তার জ্বলন্ত সাক্ষী। অলিম্পিকে ২৩টি স্বর্ণ জয় করে বিদায় নিলেন সর্বকালের সেরা সাঁতারু মাইকেল ফেল্পস।

অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে রিওতে। নিজেদের অপকর্মের কথা ধামাচাপা দেওয়ার জন্য ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়েছিলেন যুক্তরাষ্ট্রের লক্টিরা। আর এজন্য জরিমানাও দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের এক সাঁতারুকে।

ছেচল্লিশটি স্বর্ণপদকসহ মোট ১২১টি পদক নিয়ে রিও অলিম্পিকের শীর্ষস্থানটি যুক্তরাষ্ট্রের। ছাব্বিশটি সোনা জেতা চীনকে পেছনে ফেলে ২৭টি স্বর্ণপদকসহ মোট ৬৭টি পদক নিয়ে গ্রেট বৃটেন তাদের রিও মিশন শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে।

তবে সবকিছুই এখন অতীত। নিভে গেছে রিও অলিম্পিক মশাল। শুরু হল চার বছরের প্রতীক্ষা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি