‘রিকশা চালকের কাছেও সুপ্রতিষ্ঠিত যে, সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না’
দেশের রিকশা চালকের কাছেও সুপ্রতিষ্ঠিত যে, বর্তমান নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘মহান বিজয় দিবস, বহুদলীয় গণতন্ত্র ও বর্তমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল এ আলোচনা সভার আয়োজন করে।
বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব আখ্যায়িত করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের রিকশা চালক থেকে উচ্চবিত্ত মানুষ পর্যন্ত এটা সুপ্রতিষ্ঠিত যে, এ অথর্ব নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
তিনি বলেন, পৌর নির্বাচনে যদি জনগণের ভোট পুলিশ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট লোক দেয় তাহলে অতীতের নিকৃষ্টতম নির্বাচনের চেয়ে এটা হবে আরো নিকৃষ্টতম।
এতে প্রতিষ্ঠিত হবে যে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন আশা করা যায় না। আয়োজক সংগঠনের সভাপতি মো: হানিফ বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ.স.ম হান্নান শাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন