রিজভীকে মেশিন রিডেবল পাসপোর্ট কেন নয়: হাইকোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কেন মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রুহুল কবির রিজভীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুখলেসুর রহমান।
এ বিষয়ে জয়নাল আবেদীন জানান, মূল পাসপোর্ট জমা দিয়ে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রিজভী। কিন্তু গত ছয় মাসেও পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি। এ কারণে রিট করলে হাইকোর্ট শুনানি শেষে রুল জারি করেন।
গত বছরের ১০ ডিসেম্বর মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন রিজভী। ৩১ ডিসেম্বর তাঁকে পাসপোর্ট ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু বারবার আবেদন করলেও পাসপোর্ট ফেরত না পেয়ে গত ২৯ মে হাইকোর্টে রিট দায়ের করেন রিজভীর আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন