রিজভীর মুক্তিতে আর বাধা নেই
পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ মো. হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ শহীদুল করীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে রিজভীর মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
এ বিষয়ে রিজভীর অপর আইনজীবী জহিরুল ইসলাম সুমন বলেন, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর মৎস্য ভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় পরদিন ১৮ জানুয়ারি রমনা থানায় একটি মামলা করা হয়। এ মামলায় প্রথম অভিযোগপত্র থেকে রুহুল কবির রিজভীর নাম বাদ দেওয়া হলেও পরবর্তী সম্পূরক অভিযোগপত্রে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই নেতা। তবে নিম্ন আদালত তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। আজ শুনানি শেষে হাইকোর্ট রিজভীকে জামিন দেন। এই মামলাসহ আরো পাঁচটি নাশকতার মামলায় তিনি বিভিন্ন সময়ে জামিন পেয়েছেন বলে জানান জহিরুল ইসলাম সুমন। এর ফলে রিজভীর মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন