রিজার্ভ চুরির ঘটনা তদন্তে রোববার মাঠে নামছে এফবিআই
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে আজ রোববার মাঠে নামছে এফবিআই। এফবিআইয়ের প্রতিনিধি দল আজ বাংলাদেশ ব্যাংক ছাড়াও সিআইডি’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভির এক প্রতিবেদনে থেকে এমন তথ্যই জানা গেছে।
শনিবার সকালে এ ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন সিআইডির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সন্ধ্যা সাতটার পর কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করে।
এছাড়া আর্থিক লেনদেনে কোড পরিচালনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট কোডের দুই কর্মকর্তা দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। তাদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন সিস্টেম হালনাগাদকরণ নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।
গত মাসে সুইফট মেসেজ পাঠিয়েই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ডলার চুরি করে হ্যাকাররা।
১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে হারানোর খবরটি গত ফেব্রুয়ারি মাসের শুরুতে টের পেলেও তা প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক, জানানো হয়নি অর্থমন্ত্রীকেও।
ওই অর্থের মধ্যে ফিলিপিন্সে যাওয়া বড় অংশ পাচার হয়ে যাওয়ার পর দেশটির একটি সংবাদপত্রে খবর ছাপালে প্রকাশ পায় যে ওই অর্থ ছিল বাংলাদেশ ব্যাংকের।
এরপর নানামুখী আলোচনার মধ্যে চাপে থাকা গভর্নর মঙ্গলবার সকালে পদত্যাগ করে, বিকালে বাংলাদেশ ব্যাংক মামলার মতিঝিল থানায় এজাহার দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে এই মামলা করেন। মুদ্রা পাচার প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে করা এই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিকে দেওয়া হয়েছে। এই সংস্থাকে সহায়তা দেবে মার্কিন সংস্থা এফবিআই।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন