রিজার্ভ চুরি ও তনু হত্যা ধামাচাপা দিতে শফিক রেহমানকে গ্রেফতার

রিজার্ভ চুরি ও তনু হত্যা ধামাচাপা দিতে শফিক রেহমানকে গ্রেফতার ও রিমাণ্ডে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যার ঘটনা নিয়ে যে বিক্ষোভ দেখা গেছে তা ভিন্নখাতে প্রবাহিত করতেই শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এখন ভিন্নমত শোনা হয় না। যারা ভিন্নমত পোষণ করেন, তাদের ওপর নির্যাতন চালানো হয়। এতদিন এটা ছিল বিএনপির ওপর, এখন মাহফুজ আনামও বাদ পড়েন না। তার নামে ৮৬টি মামলা দেয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে এখন আর কোনো রাজনীতি নেই। তারা বিরোধী মতকে সহ্য করে না। বিরোধী মত দমন ও বিরোধীদলের নেতাকর্মীদেরকে জেলে ভরে দেশে রাজনীতি করতে চায়। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
বিএনপির এই নেতা বলেন, ২০ দলীয় জোট গঠন করা হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। তাই ২০ দলীয় জোটের আকার আরও বাড়তে পারে।
তিনি বলেন, সরকার যখনই কোনো ঘটনা ঘটিয়ে বিপদে পড়ে, তখনই আরেকটি বিষয় তারা জনগণের সামনে নিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যা নিয়ে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন সোচ্চার তখন দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে শফিক রেহমানের ঘটনা সরকার সামনে এনেছে। ফখরুল বলেন, সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এসব করছে।
শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এনপিপি (একাংশ) এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন