রিপনকে ছাড়াই গণমাধ্যমে কথা বললেন রিজভী
দীর্ঘ কারাভোগ শেষে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বুধবার বিকেলে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এসেছেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এর পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী আহমেদ।
দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে রিজভী আহমেদ এলেও সঙ্গে ছিলেন না রিজভীর অবর্তমানে দলের মুখপাত্রের দায়িত্ব পালনকারী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তবে গণমাধ্যমের সঙ্গে রিজভীর কথা শেষ হওয়ার পরপরই রিপনকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রিজভীর কাছে সাংবাদিকরা জানতে চান, তার অবর্তমানে যিনি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন তিনি (রিপন) এখনও বহাল থাকবেন কিনা।
এমন প্রশ্নেরর জবাবে রিজভী আহমেদ বলেন, ‘আসাদুজ্জামান রিপন ছাত্র জীবনে আমার নেতা ছিলেন। তিনি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি তার দায়িত্ব পালন করবেন। আমাদের দলের মহাসচিব গ্রেপ্তার হলেও সেখানে অন্য কেউ দায়িত্ব পালন করেন।’
কারাগারেরর সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘গোটা দেশ প্রাতিষ্ঠানিক কারাগারে পরিণত হয়েছে। ভেতরে-বাইরে কোনো পার্থক্য নেই।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারির পর সরকারের সব বৈধ সত্ত্বা বিবর্জিত হয়েছে। ৭২-৭৫ সালের মতো রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ক্ষমতাসীনরা গণতন্ত্রকে হত্যা করেছে।’
অবৈধ সত্ত্বা নিয়ে জনগণের কাঁধের উপর বসে ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে রিজভী বলেন, ‘অবৈধ সরকারের পতন হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবেই।’
পৌরসভা নির্বাচনের বিষয়ে গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে বন্দি রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ বন্দিশালা থেকে গণতন্ত্রকে মুক্ত করতে স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি।’
রিজভী বলেন, ‘সাবলিল, স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন গণতন্ত্রের বিধান অনুযায়ী কাজ করবেন বলে আশা করি।’
তিনি দাবি করেন, ‘সরকার গায়ের জোরে নির্বাচন নিজেদের অনুকূলে নেয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় ও নানাভাবে হয়রানী করছে। নির্বাচনে আগে উৎসবমুখর পরিবেশ না থাকলে ও যুদ্ধাবস্থা ও কারফিউ জারির মতো অবস্থার সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে সরকার যে দুর্বিসহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় তা প্রমাণ হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন